• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

প্রণোদনার বীজ ও সার উদ্ধারের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩  

রংপুরের গঙ্গাচড়ায় কৃষি প্রণোদনার ১৭৯ বস্তা বীজ ও সার উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলমগীর হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় রংপুর মহানগরীর পরশুরাম থানার পাকারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১০ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, সরকারি প্রণোদনার সার ও বীজ অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রাখার ঘটনায় কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলা কৃষি কার্যালয়ের কৃষি গুদাম থেকে ধানবীজ ও রাসানিক সার বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ১৪ বস্তা ধানবীজ (প্রতি বস্তা ১০ কেজি) ও ১২ বস্তা রাসায়নিক সার (প্রতি বস্তা ৫০ কেজি) আটক করেন। এ ঘটনায় আটক ভ্যানচালকের দেওয়া তথ্যানুযায়ী ওই দিনই অভিযান চালিয়ে ব্যবসায়ী আলমগীর হোসেনের বাড়ি থেকে আরও ১৫৩ বস্তা ধানবীজ ও এক বস্তা পাটবীজ উদ্ধার করা হয়। 

ওইদিন রাতেই কৃষি কার্যালয়ে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান বাদী হয়ে আলমগীর হোসেনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আলমগীর হোসেন পলাতক ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –