• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৩ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাবান্ধা-ফুলবাড়ী রুটে ভারতীয় ভিসা দেওয়া শুরু 

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

  
দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর অবশেষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে বাংলাদেশিদের যাতায়াতের জন্য ভিসা প্রসেসিং শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) থেকে ঠাকুরগাঁওয়ে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং সেন্টার, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশি যাতায়াতে ইচ্ছুকদের আবেদন গ্রহণ করছে।

এতদিন সীমিত পরিসরে ভারতীয় ভিসা ইস্যু করা হয়েছে। এখন থেকে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে সবার জন্য ভিসা ইস্যু উন্মুক্ত করা হলো। এর আগে গত ৪ এপ্রিল বাংলাদেশিদের যাতায়াত ভিসা দেওয়ার কার্যক্রম শুরুর আদেশ সংক্রান্ত একটি নোটিশ পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরপরই ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং সেন্টারের কাজ শুরু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা যায়, ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারি শুরু হলে বাংলাবান্ধা স্থলবন্দরেও মানুষ পারাপার বন্ধ হয়ে যায়। এরপর করোনা সংক্রমণ কমে গেলে দেশের অন্য স্থলবন্দরগুলোর মতো বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মানুষ পারাপার চালু হয়। সর্বশেষ ২০২২ সালের ১৮ মার্চ পর্যন্ত ঢাকা থেকে দেওয়া ভিসায় ভারতীয় হাইকমিশন এই বাংলাবান্ধা-ফুলবাড়ী রুট ব্যবহারের অনুমতি দিয়েছিল। কিন্তু তখন থেকেই বাংলাদেশিরা এই রুটে ভিসা পাচ্ছেন না। এই সময়ে ভারতীয় নাগরিকসহ অন্যান্য দেশের নাগরিকরা বাংলাবান্ধা-ফুলবাড়ী রুট দিয়ে যাতায়াত করতে পারলেও বাংলাদেশিরা ভারতীয় ভিসা পাচ্ছিলেন না।

ঠাকুরগাঁওয়ে ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টারের কর্মকর্তার বরাত দিয়ে ভিসা প্রসেসিং এজেন্ট জাকির হোসেন শাওন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে সবাই বাংলাবান্ধা রুটে যাতায়াতের আবেদন করতে পারবেন। এছাড়া, এর আগে অন্য রুটে যারা যারা ভিসা করেছে, তাদের ভিসার মেয়াদ সর্বনিম্ন দুই মাস থাকলে তারা একটি আবেদনের মাধ্যমে বাংলাবান্ধা রুট যোগ করে নিতে পারবেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –