• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৪ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩  

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও পরিবারের দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পারিবারিক এক সংঘর্ষের ঘটনায় হাসপাতালে ভর্তি ছিলেন উপজেলার সিংগিমারী গ্রামের মোকছেদ আলীর স্ত্রী রাশেদা বেগম ও তার শাশুড়ি জোহরা খাতুন। রাতে বউ-শাশুড়ির দ্বন্দ্বের বিষয়ে কথা বলতে যান প্রতিবেশী আবুল হোসেন। এ সময় বিষয়টি নিয়ে ভুল বুঝে রাশেদার ভাই হালিম মারধর করেন আবুল হোসেনকে।

এ ঘটনা জানতে পেরে আবুল হোসেনের ছেলে মোতাহারসহ বেশ কয়েকজন এসে হাসপাতালের আন্তঃবিভাগে থাকা হালিম ও রাশেদাকে মারপিট শুরু করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে হাসপাতালে ভর্তি অন্য রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

আবাসিক চিকিৎসক ডা. জুয়েল রানা জানান, রোগীদের মাঝে মারামারি হয়ে বেডসহ বেশ কিছু জিনিস হাসপাতালের ক্ষতি হয়েছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতীবান্ধার থানার ওসি শাহ আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের মাঝে মারামারির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ বিষয় এখনো হাসপাতালের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –