• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৪ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ১  

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩  

 
রংপুর র‌্যাব সদস্যরা একটি ট্রাক থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় মাদক পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। 

র‌্যাব জানায়, বুধবার ভোররাতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর পরশুরাম থানা এলাকার নিয়ামত কদমতলা গঙ্গাচড়া টু রংপুরগামী পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। এসময় পাথর ভর্তি একটি ট্রাক সন্দেহের ভিত্তিতে চেক করে অবৈধ মাদকদ্রব্য ২০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার কালিগঞ্জ  উপজেলার মৃত আমিনুর রহমানের পুত্র মোঃ ফারুক হোসেন (৩২) কে গ্রেফতার করে। 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। ধৃৃত আসামির বিরুদ্ধে পরশুরাম থানায় র‌্যাব বাদী হয়ে মামলা করেছে সেই সাথে ট্রাকটি জব্দ করা হয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –