• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৪ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

সরকারিভাবে বোরো ধান-চাল কেনার চূড়ান্ত সিদ্ধান্ত ১৩ এপ্রিল

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৩  

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে কী পরিমাণ ধান ও চাল কিনবে সরকার, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আগামী ১৩ এপ্রিল। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ঐদিন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হবে।

খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের এক কর্মসূচির চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সময়সীমা নির্ধারণ এবং বোরো মৌসুমে ধান এবং চালের সংগ্রহ মূল্য নির্ধারণ।

বোরো হচ্ছে দেশের সবচেয়ে বড় ফসল। সরকারের মজুতের সিংহভাগেই বোরো থেকে সংগ্রহ করা হয়। গত বছর বোরো মৌসুমে সাড়ে ৬ লাখ টন ধান ও ১৩ লাখ ৬১ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার বিপরীতে গত বছরের ২৮ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ২ লাখ ৬৮ হাজার ২৪৮ টন ধান ও ১৩ লাখ ৫১ হাজার টন ৪৭৯ টন চাল সংগ্রহ করে সরকার।

আগামী এফপিএসি সভার অন্যান্য আলোচ্যসূচির মধ্যে রয়েছে- সার্বিক খাদ্য পরিস্থিতি ও ওএমএস কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –