• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৪ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুর নগরীতে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

 
রংপুর নগরীতে স্নেহা নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে মেহেদী হাসান (২৫) নামে এক রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে মাদক নিরাময় কেন্দ্রের একটি কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান রংপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ধর্মদাস মুসলিমপাড়া এলাকার মশিউর রহমানের ছেলে। সম্প্রতি সু-চিকিৎসার জন্য তাকে স্নেহা মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার তার পরিবারের লোকজন মেহেদীর সঙ্গে দেখা করেন। বুধবার সকালে পরিবারকে সংবাদ দেওয়া হয় মেহেদী মারা গেছেন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে জানতে পারেন তিনি আত্মহত্যা করেছেন।

তবে স্বজনদের দাবি, মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার এসআই মিঠু আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –