• রোববার ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৪ ১৪৩১

  • || ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে পুলিশের নিয়মিত অভিযানে গ্রেফতার ৩৯

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

রংপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রংপুর জেলা পুলিশ তাদের নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। অভিযানের তৃতীয় দিনে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে বিভিন্ন মামলায় ২২ জন ও ওয়ারেন্টভুক্ত ১৭ জন রয়েছেন। সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে কোতয়ালী থানায় একজন, গংগাচড়া থানায় দুইজন, বদরগঞ্জ থানায় আটজন, মিঠাপুকুর থানায় সাতজন ও পীরগঞ্জ থানায় চারজন রয়েছেন। অপরদিকে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১৭ জনকে গ্রেফতার করেছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, রংপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রংপুর জেলা পুলিশ আটটি থানায় অভিযান পরিচালনা করে আসছে। তাদের এই বিশেষ অভিযান রমজান উপলক্ষে আরো জোরদার করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –