• সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৪ ১৪৩১

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুর জন্মদিনে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা, কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদ সব সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

অন্যদিকে সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ৮ টায় বনানী কবরস্থান মসজিদে কোরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদে।

এছাড়া দেশের সব মসজিদেও বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –