• সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৪ ১৪৩১

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জলঢাকায় স্বাভাবিক প্রসব জোরদারকরণ বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

নীলফামারীর জলঢাকায় ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় এবং উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার হাসীম এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, রংপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মাতৃস্বাস্থ্য) ডা. আ.ন. মোস্তফা কামাল মজুমদার,জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোজাম্মেল হক,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,ভাইস চেয়ারম্যান গোলাম আযম এলিচ,উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু রেজওয়ানুল কবীর প্রমুখ।

কর্মশালায় উপজেলার ১১ টি ইউনিয়নের ইউ‍‍`পি চেয়ারম্যানগন, বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পর্যায়ে কর্মরত পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারীসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বাভাবিক প্রসব জোরদারকরণে সকলের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তরা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –