• সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৪ ১৪৩১

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

পার্বতীপুরে চোরের লাঠির আঘাতে মাথা ফাটল ২ জনের

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের জানালার সাঁটার চুরির সময় মাহাফুজুর রহমান বিপুল নামে এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় ঐ চোরের আঘাতে ২ আনসার সদস্য গুরুতর আহত হন। সোমবার রাতে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের সংলগ্ন ইয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পার্বতীপুর সার্কেলের ইনচার্জ আহসান হাবীব জানান, পার্বতীপুরে রেল ইয়ার্ডের পূর্ব পাশের ৮ নম্বর বিটের ট্রেনের একটি বগি থেকে জানালার সাঁটার খুলছিল বিপুল। এ সময় দায়িত্বরত আনসার সদস্য আব্দুল মোন্নাফ তাকে ধরতে গেলে সাঁটার খোলার কাজে ব্যবহৃত হাতিয়ার দিয়ে তাকে আঘাত করলে তার মাথা ফেটে যায়। পরে মোন্নাফের বাঁশির আওয়াজ শুনে এগিয়ে এসে হামলার শিকার হন আরেক আনসার সদস্য শরিফুল ইসলাম।

এ সময় বিপুল পালানোর চেষ্টা করলে তাদের ধস্তাধস্তি দেখে নজরুল ইসলাম নামে আরেক সদস্য দৌড়ে এলে রেলওয়ে পুলিশ সদস্যদের সহযোগীতায় তাকে আটক করেন তারা।

বিপুল গত ২৪ ফেব্রুয়ারি গ্রেফতার হলে ৯ মার্চ আবারো জামিন পান। পরে সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান সোমবার রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর ১০ মাস ২০ দিনের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –