• সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৫ ১৪৩১

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

বেরোবি পীরগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে যারা

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের সংগঠন পীরগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের ২০২২-২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের শিক্ষার্থী মো. মোত্তালেব হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসানুজ্জামান সৌমিককে নির্বাচিত করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) রাতে সংগঠনটির সাবেক সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সদ্য নির্বাচিত সভাপতির সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্যটি জানানো হয়।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন- পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বেরোবি শিক্ষক সমিতির সভাপতি মো. শরিফুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আসিফ আল মতিন, সিইসি বিভাগের সহকারী অধ্যাপক মুহা. শামসুজ্জামান,

ছাত্র উপদেষ্টামন্ডলীর মধ্যে রয়েছে- মুজাহিদুল ইসলাম (সজীব), মোস্তফা জামান, মো. মোরশেদ আলী, শাহ মো. আলমামুন কাওছার, মো. তানভীর আহমেদ।

সংগঠনটির অন্যান্যরা হলেন, সহসভাপতি: তামীম সরকার, মো. মাহাবুল মন্ডল, মো. রেজা মিয়া, মো. রিপন মিয়া, মো. ফিরোজ মাহমুদ।

যুগ্ম সাধারণ সম্পাদক: সাগর সরকার, মো. সুমন মিয়া, তাজরিমীন তানফি, মৌরি আক্তার শাবনূর। সাংগঠনিক সম্পাদক: সাইদুর রহমান, মো. মোসাব্বির হোসেন, মো. মোয়াজ্জেম হোসেন, মরিয়ম আক্তার। সহ-সাংগঠনিক সম্পাদক: সুবাশীষ সাহা, আল আমিন সরকার সৌরভ, আখি রানী, সৌকিব। 

এছাড়াও কমিটিতে দফতর সম্পাদক মো. হাফিজুর রহমান, উপ-দফতর সম্পাদক শাকিলা নীলা, প্রচার সম্পাদক মো. আফিফুর রহমান, তৃপ্তি খাতুন। উপ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল আসিফ আকন্দ, কোষাধ্যক্ষ আবু সাঈদ, উপ-কোষাধ্যক্ষ আফিয়া জাহিন পিয়া। ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান আবির, মো. আশিকুর রহমান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মাহিদ হাসান শাকিল, মেহেদী হাসান সাহান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মিরন মিয়া,  মেহেদি হাসান, নাহিদ আকন্দ, সৈকত খন্দকার, লিবন মুরমু, শাহ আলম, মহসীনা লিমা, মোশরেফা মিতু, ফারিহা আফরোজ, মিথিলা ফারজানা, খাতিজা, শামীমা সরকার, মিসরাত জাহান মিম, রবিউল ইসলাম, নিসাদ সরকার, নাফিস ফুয়াদ, নুসরাত নিশি, মোছা. মনি, ও রওনক জাহান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –