• সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৫ ১৪৩১

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩     

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

 
দিনাজপুরের তিন উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার সকালে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় দিনাজপুর সদরের গোপালপুরে ধিরিবালা ও বিরলের কাঞ্চন সেতু এলাকায় নওশের আলী এবং চিরিরবন্দর উপজেলায় দুপুরে ট্রাক্টর চাপায় বাইসাইকেল আরোহী আরজিনা বেগম নিহত হয়েছেন। 

ধিরিবালা (৬৫) দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের গোপালপুরের পুর্নচন্দ্র রায়ের স্ত্রী, নওশের আলী (৬০) দিনাজপুর শহরের চাউলিয়াপট্টির কাঞ্চন কলোনির এবাদ আলীর ছেলে ও কাপড় ব্যবসায়ী এবং আরজিনা বেগম(৩৭) চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাঙ্গালশাহপাড়ার মোকছেদুল ইসলাম ছলির স্ত্রী।

কোতয়ালী থানার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের গোপালপুরে সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় ধিরিবালা মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে পড়েছিলেন। স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসাপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শহরের কাঞ্চন সেতুর অপর প্রান্তে বিরল এলাকায় প্রায় একই সময়ে রাস্তা পারাপারে নওশের আলী নামে আরেক ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। বিরল থানার ইনচার্জ রেজাউল করিম রেজা এর সত্যতা নিশ্চিত করেন। 

অপরদিকে, চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে একটি ধান বোঝাই ট্রাক্টর চিরিরবন্দরের দেবীগঞ্জ বাজার থেকে চিরিরবন্দরে সদরে যাওয়ার পথে বিপরীতমুখী একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইসাইকেল আরোহী আরজিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাক্টরটি আটক করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –