• সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৫ ১৪৩১

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুর বেতারে পরিত্যক্ত জমি যেন কৃষকের একখণ্ড উঠান

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

 
রংপুর বেতার কেন্দ্রের পরিত্যক্ত জমি যেন কৃষকের একখণ্ড উঠান। বিভিন্ন ধরনের শাক-সবজি ও ফলমূলের চাষে বেতার ভবনের এক খণ্ড জমি সবুজে ভরে উঠেছে। 

বেতার চত্বরের পরিত্যক্ত জমিতে স্বল্প পরিসরে আঞ্চলিক বার্তা সংস্থা চাষ করেছে বাঁধা কপি, টমেটো, বেগুন, শালগম, চুঁইঝাল, পান, মরিচসহ নান রকম সবজি। এর সাথে সাথে চাষ করা হয়েছে আম, লিচু, স্ট্রবেরি, বরই, পেঁপে, লটকন, মাল্টা, লেবুসহ বেশ কিছু ফলমূলও। 

এই বিষয়ে কেন্দ্রের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মো. আল-আমিন জানান, ভালো লাগা এবং শখ করেই তিনি এসব চাষবাদ করে থাকেন যাতে করে নিজে এবং অন্যরাও উপকৃত হতে পারেন। আর এটি এখন সময়ের দাবি কারণ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের এক  ইঞ্চি জমিও যেন ফেলে রাখা না হয় সেই নির্দেশনা প্রধানমন্ত্রী তার বিভিন্ন বক্তব্যে দিয়ে আসছেন। আগামীতে তাদের এই প্রচেষ্টা আরো ভালো ভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –