• সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৫ ১৪৩১

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামের দুর্গম চরে শিশুদের ক্রীড়ায় মুক্তিযুদ্ধের চিত্র

প্রকাশিত: ৪ মার্চ ২০২৩  

 
কুড়িগ্রামের দুর্গম ব্রহ্মপুত্রের চরাঞ্চলের শিশুদের শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি বিকাশের লক্ষে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

কুড়িগ্রামের যাত্রাপুর ইউপির চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়ে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম এবং কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।

প্রথমবারের মতো চরাঞ্চলে এমন আয়োজনের মধ্যে ছেলে ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এখানে চরাঞ্চলের শিশুদের প্রদর্শিত মুক্তিযুদ্ধের একটি চিত্র সবাইকে আকৃষ্ট করে।

এছাড়াও চরের মানুষের যাপিত জীবনযাত্রা নিয়ে সাংবাদিক ইউসুফ আলমগীরের নির্মিত গীতিনাট্য ‘চরের জীবন’ও প্রদর্শন করে চরের শিশুরা। রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চরের শিশুরা ছাড়াও স্থানীয় ও অতিথি শিল্পীগণ অংশগ্রহণ করেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –