• সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৫ ১৪৩১

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে চলন্ত ট্রেনে সেলফি, প্রাণ গেলো তরুণের                 

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

             
ঢাকায় সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম মারুফ (২০)। তিনি চিরিরবন্দর উপজেলার বড়বাউল গ্রামের আনিসুর রহমানের ছেলে। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন মারুফ। দিনাজপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মারুফ ও তার বন্ধুরা ঢাকায় সাইকেল প্রতিযোগিতায় অংশ নেন। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় হন মারুফ। মঙ্গলবার সকালে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে গেটের কাছে মাথা বের করে সেলফি তোলার সময় সিগন্যাল বারে মাথায় আঘাত পেয়ে ট্রেন থেকে পড়ে যান মারুফ। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই ইয়াসমিন আক্তার বলেন, এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –