• সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৫ ১৪৩১

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফুলবাড়ীতে আগুনে ৬ লাখ টাকার মালামাল ভস্মীভূত

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর, গরু, আসবাবপত্র, ধানচালসহ নগদ টাকা পুড়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত দেড়টার দিকে ওই গ্রামের ছালে মামুদের ছেলে নাদের আলীর ঘরে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। ঘুমন্ত মানুষ জেগে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়লে নাদের আলীর ৪টি টিনসেড ঘর, গোয়ালঘর, রান্নাঘর এবং গোয়ালে রাখা ৩টি গাভি পুড়ে যায়। ওই আগুন পার্শ্ববর্তী আব্দুল কাদের ও মজিদুলের ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই আব্দুল কাদেরের ২টি, মজিদুলের ১টি ঘর, আসবাবপত্র, ধানচাল, নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  

ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসের ফায়ার ফাইটার বুলবুল আহমেদ জানান, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুকুল ইসলাম জানান, চেয়ারম্যানসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে চেয়ারম্যান ৫-৬ হাজার টাকা ও আমি শুকনো খাবার সহায়তা দিয়েছি। বিকেলে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে আনুমানিক ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –