• সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৫ ১৪৩১

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

পাথর খনির শ্রমিকদের সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান               

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

                                                        
দিনাজপুরের মধ্যপাড়া পাখর খনি খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করেছে জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। 

আজ সোমবার দুপুর ২টায় মধ্যপাড়া পাথর খনির সন্মুখে খনি এলাকাবাসীদের জন্য স্থাপিত জিটিসির সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয় থেকে পাথর খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীকে এই মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়।

জিটিসি চ্যারিটি হোমে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত খনি শ্রমিকদের সন্তানদের ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দেন জিটিসির নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন। 

পরে সদ্য এমপিওভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসের আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য কলেজ অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের হাতে আর্থিক অনুদানের অর্থও প্রদান করা হয়।         

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –