• সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১৫ ১৪৩১

  • || ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩  

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর বিপরীতে উত্তীর্ণের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর প্রিলিমিনারি পরীক্ষা স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছয লাখ আট হাজার ৪৯২ জন। স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০ হাজার ১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী তিন লাখ দুই হাজার ৪২২ জন এবং কলেজ পর্যায়ে পরীক্ষার্থী দুই লাখ ১৫ হাজার ৮৭৯ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭০ হাজার ১৯৩ জনসহ সর্বমোট এক লাখ ৫১ হাজার ৪৩৬ জন।

পরীক্ষার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক থেকে মেসেজের মাধ্যমে হল জানিয়ে দেওয়া হবে।

করোনাসহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘ ৩৪ মাস পর ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করে এনটিআরসিএ। গত ৩০ ডিসেম্বর স্কুল-২ ও স্কুল এবং ৩১ ডিসেম্বর কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –