• মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৫ ১৪৩১

  • || ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

গাইবান্ধায় তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ                       

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

                        
গাইবান্ধার সাঘাটায় প্রথম শ্রেণিতে পড়ুয়া তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল কাফি (৭০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার কচুয়া ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

ওসি জানান, যৌন নিপীড়নের শিকার তিন শিশুর মধ্যে এক শিশুর বাবা এই মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাতেই আব্দুল কাফিকে পাঠানপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। 

ওসি আরও জানান, আগে থেকেই আব্দুল কাফির আচরণে সমস্যা ছিল। এর আগেও তিনি এরকম ঘটনা ঘটিয়েছেন, যা গ্রাম্য শালিশের মাধ্যমে সমাধান করা হয়েছিল।

                          

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –