• মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৫ ১৪৩১

  • || ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

যাবজ্জীবন সাজার ভয়ে পলাতক ১৫ বছর, অবশেষে গ্রেফতার

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩  

দীর্ঘ ১৫ বছর পলাতক থাকার পর রাজধানীর সাভার এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম। 

গ্রেফতার ওই আসামির নাম মো. বাদশা মিয়া। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামের বাসিন্দা।  

পুলিশ জানায়, অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২০০৮ সালে ভুরুঙ্গামারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. বাদশা মিয়া দীর্ঘ ১৫ বছর পলাতক ছিলেন। পরে র‍্যাবের সহায়তায় বৃহস্পতিবার আসামিকে রাজধানীর সাভার এলাকা থেকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, পুলিশ ও র‍্যাবের সম্মিলিত সহযোগিতায় প্রায় ১৫ বছর পলাতক থাকার পর ওয়ারেন্টমূলে অভিযুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাদশা মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –