• মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৫ ১৪৩১

  • || ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

পার্বতীপুরে রেলওয়ের যন্ত্রাংশ চুরির অভিযোগে যুবক আটক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের যন্ত্রাংশ চুরির অভিযোগে আশাদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ৭টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেল ইয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত আশাদুল ইসলাম (১৮) দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের বাবুপাড়া মহল্লার আবু সুফিয়ানের ছেলে। 

জানা যায়, গত মঙ্গলবার রাত ৭টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার পলাশ কুমার সরকারের নেতৃত্বে আনসার কাজুলুদ্দিন, হারুনুর রশিদসহ কয়েকজন সদস্য রেল ইয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন। এসময় সাত ফিট লম্বা একটি রেললাইন, একটি চেয়ার প্লেট, দুটি ব্রেক ব্লক ও দুটি ডকপিনসহ চুরির সময় আশাদুল ইসলামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে পার্বতীপুর রেলওয়ে থানায় চুরির মামলা দায়ের করা হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবকের বিরুদ্ধে আগেও চুরির মামলা রয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –