• মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৬ ১৪৩১

  • || ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস ও বসন্ত বরণে মুখর রংপুর

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩  

 
রংপুরে পহেলা ফাল্গুন বসন্ত বরণ ও ভালোবাসা দিবসকে ঘিরে বিনোদন কেন্দ্রগুলোতে তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ছিল নানা আয়োজন। সবাই মেতে ওঠে আনন্দে।

রংপুর মহানগরীর বিনোদন উদ্যান চিড়িয়াখানা, তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, চিকলিপার্ক, কালেক্টরেট সুরভি উদ্যান, টাউন হল চত্বরসহ সব স্থানেই দেখা গেছে মানুষের ঢল। একই চিত্র শহর থেকে একটু দূরের ভিন্নজগত, আনন্দনগর, মহিপুরঘাট, কাউনিয়া তিস্তাসড়ক সেতু পয়েন্টেও। মঙ্গলবার সকালে রংপুরের কয়েকটি বিনোদন স্পট ঘুরে এ চিত্র দেখা গেছে।

রংপুর চিড়িয়াখানার ভিড় ছিল দেখার মত। সেখানকার দর্শনার্থী মৌসুমী নামের এক শিক্ষার্থীর সাথে কথা হলে তিনি বলেন, বাঙ্গালির চিরন্তন ঐতিহ্য বসন্ত বরণের সাথে ভালোবাসা দিবস অন্য রকম আনন্দ এনে দিয়েছে। অনেকে গোলাপ, গাদা  রজনি গন্ধা ফুলসহ বিভিন্ন ফুল দিয়ে আপনজনকে শুভেচ্ছা জানাচ্ছেন। নগরীতে অবস্থিত তাজহাট রাজবাড়ি ও জাদুঘর। এখানেও সব ধরণের  মানুষের পদচারণায় মুখর ছিল। ঐতিহ্যবাহী এই বাড়িটি রংপুরের বিনোদন প্রেমীদের মধ্যে সব চেয়ে আর্কষণীয়।
 
রংপুর বেতার কেন্দ্রের কোল ঘেষেই নির্মিত রংপুর সিটি চিকলি পার্ক। সেখানেও ভিড় ছিল লক্ষ্য করার মত। বিলের বুকে স্পিড বোর্ড চলছে দ্রুত বেগে এ পাশ থেকে ওপাশ। হৈ হুল্লোরে মেতে উঠছে সবাই। আর স্পিড বোর্ডের ছুটে চলার বেগে বড় বড় ঢেউ এসে ধাক্কা মারছে বিলের দু’কূলে। ছিটকে আসা জলরাশিতে মজা করছেন অনেকেই। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন  বসন্ত বরণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –