• মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৬ ১৪৩১

  • || ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

বাস-অটো-ট্রাক্টর সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, অটোরিকশা এবং ট্রাক্টরের সংঘর্ষে দুইজন নিহত। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

শনিবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া নামক এলাকায় গাইবান্ধার-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর বাজার এলাকার শান্ত এবং নড়াইল গ্রামের বাসিন্দা সেলিম মিয়া। তারা ট্রাক্টরচালক ও হেলপার বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পৌঁছায়। এ সময় গাইবান্ধা হতে পলাশবাড়ীগামী একটি অটোরিকশার পেছনে ট্রাক্টর আসছিল। ট্রাক্টরটি অটোরিকশা ওভারটেক করার সময় যাত্রীবাহী বাস, ট্রাক্টর এবং অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক্টরের চালক ও হাসপাতালে নেয়ার পথে হেলপার নিহত হন। এ সময় অটোরিকশার আরো পাঁচ যাত্রী আহত হন।

পলাশবাড়ী থানা পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, নিহতদের লাশ স্বজনরা নিয়ে গেছেন। এছাড়া আহতরা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –