• মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৬ ১৪৩১

  • || ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

চিলমারী নদীবন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব           

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

 

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী চিলমারী নদীবন্দর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

রবিবার সকালে তিনি জেলা ও বিভাগীয় প্রশাসনের সকলকে সাথে নিয়ে এ নদীবন্দর পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন আশ্রয়ণ-২ প্রকল্পের মহাপরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, চিলমারী উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান প্রমুুখ। 

পরে দুপুরের দিকে তিনি রৌমারীর উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন। এর আগে কুড়িগ্রাম থেকে সকাল ৯টার দিকে চিলমারী বন্দরের উদ্দেশ্যে রওনা করেন। তিনি রৌমারীতে একটি ডাকঘর পরিদর্শন ও সড়ক বিভাগের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে রৌমারী ও চর রাজীবপুর উপজেলার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে এক মতবিনিময়ে অংশ নেন। এরপর তিনি বিকেলে রংপুর বিভাগে ৮ জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –