• মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৬ ১৪৩১

  • || ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাটে ফ্রি ব্লাড গ্রুপিং ও লেপ্রোসি বিষয়ক ক্যাম্পেইন

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩  

 
লালমনিরহাটে ফ্রি ব্লাড গ্রুপিং ও লেপ্রোসি বিষয়ক সচেতনতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে কুষ্ঠ রোগ বিষয়ক প্রচারণা ও অনুসন্ধান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয় মাঠে রোটারি ক্লাব অব লালমনিরহাটের সহযোগিতায় এ ফ্রি ব্লাড গ্রুপিং ও লেপ্রোসি বিষয়ক সচেতনতা অনুষ্ঠিত হয় এবং সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশ এর সহযোগিতায় এ কুষ্ঠ রোগ বিষয়ক প্রচারণা ও অনুসন্ধান ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম বিউটি-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তাজুল ইসলাম মন্ডল, রোটারি ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট মোঃ শামছুল আলম।

এ সময় রোটারি ক্লাব লালমনিরহাটের পিপি হারুন অর রশীদ, আইপিপি এন্তাজুর রহমান, পিপি ডাঃ কাসেম আলী, পাস্ট প্রেসিডেন্ট আব্দুস সালাম বকুল, রোটাঃ আলেয়া ফেরদৌসী লাকী,পশ্চিম বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতা রাণী, পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লাসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –