• মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৬ ১৪৩১

  • || ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩  

 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীসহ সারাদেশে মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরকারীদের গ্রেপ্তার, বিচার ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি মন্দির চত্ত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।

ঘন্টাব্যাপি চলা সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অনুপম মনি, সাধারন সম্পাদক পার্থ সারথী দাস, শাপলা নাট্য গোষ্ঠির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুপকুমার গুহসহ সাংস্কৃতিক কর্মীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে সনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি। ফলে স্থানীয়দের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। দোষিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার জানান, মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিকভাবে খোঁজ-খবর রাখা হচ্ছে। সামাজিক সম্প্রীতি আরও জোড়দার করতে প্রতিটি ইউনিয়নে সকলের অংশগ্রহণে সমাবেশ করা হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নে ৯টি, পাড়িয়ায় ৪টি ও চাড়োল ইউনিয়নে ১টিসহ ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাংচুর করে দূর্বৃত্তরা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –