• মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৬ ১৪৩১

  • || ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

গাইবান্ধায় মায়ের অভিযোগে সেই মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

গাইবান্ধায় মায়ের অভিযোগে সেই মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ     
গাইবান্ধায় মায়ের অভিযোগের পর মাদকাসক্ত ছেলে আল আমিনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পশ্চিম উদাখালি গ্রা‌ম থেকে গাঁজা সেবন করা অবস্থায় তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের জেলসহ ৫শ টাকা জরিমানা করেন ফুলছ‌ড়ির উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) আ‌নিসুর রহমান। এর আগে গত ৩০ জানুয়ারি ফুলছড়ির ইউএনও কাছে ছেলে আল আমিনকে হাজতে রাখতে লিখিত অভিযোগ করেন মা আলেতন বেগম। তিনি উপজেলার উদাখালি ইউপির পশ্চিউদাখালী গ্রামের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী।

অভিযোগে মা আলেতন বেগম বলেন, এক সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আমার আল আমিন। ওর নেশার টাকা জোগাড় করতে ৭০ বছর বয়সী আমার বৃদ্ধ স্বামী আজও কামলা দেয়। নেশার টাকা না দিতে পারলে আমাদেরকে আলামিন মারধর করে। আমরা ওর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছি। তাই ওকে ভালো করার জন্য জেল হাজতে দিতে চাই। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

ফুলছড়ি থানার ওসি কাওছার আলী বলেন, মাদকাসক্ত আল আমিন বাড়িতে গাঁজা সেবন করছিল। স্থানীয়দের খবরে ফুলছড়ি থানা পুলিশ গাঁজা সেবন অবস্থায় তাকে আটক করে। তাকে হাজতে রাখতে গত দুই দিন আগে তার মা ইউএনও কাছে লিখিত অভিযোগও করেছিলেন। তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –