• মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৬ ১৪৩১

  • || ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

শীত উপেক্ষা করে কুড়িগ্রামে বোরো চাষে ব্যস্ত কৃষক   

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

শীত উপেক্ষা করে কুড়িগ্রামে বোরো চাষে ব্যস্ত কৃষক                              
ইরি-বোরো ধান লাগানোর মৌসুম চলছে। তাই শীতের তীব্রতা উপেক্ষা করেই ইরি-বোরো লাগাতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের কৃষকরা। জমিতে হাল চাষ, সেচ দেওয়াসহ নানা কাজে ব্যস্ত তারা। যেন দম ফেলার ফুরসত নেই তাদের। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এবার জেলায় ১ লাখ ১৬ হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সোমবার পর্যন্ত ৫৮ হাজার ৯০ হেক্টরের বেশি জমিতে বোরো চাষ হয়েছে।

কৃষক আনোয়ার হোসেন বলেন, আমি এবার ৫ বিঘা জমিতে বোরো চাষ করছি। জমিতে সেচ দেওয়া, চাষ করা ও জমিতে বোরো ধান চারা রোপণ করতেই সময় কাটছে আমার।

কৃষক নুর ইসলাম বলেন, বোরোর ভরা মৌসুমে বোরো ধান চাষ করাটাই এখন জরুরী। এটাকেই গুরুত্ব দিয়ে সময় পার হচ্ছে আমার। এবার সাড়ে ৪ বিঘা জমিতে বোরো চাষ করছি।

দিনমজুর আব্দুল মিয়া জানান, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো ধান চারা রোপণ করে প্রতিদিন আয় করছি ৫০০-১০০০ টাকা।

জেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এবার কুড়িগ্রামের নয়টি উপজেলায় ১ লাখ ১৬ হাজার ৯০০ হেক্টর জমিতে  বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে গতকাল সোমবার পর্যন্ত ৫৮ হাজার ৯২০ হেক্টরের বেশি জমিতে বোরো চাষ হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –