• মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৬ ১৪৩১

  • || ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

অটোরিকশা চালককে ধাক্কা দিয়ে ২০০ গজ দূরে নিয়ে গেল ট্রাক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কয়লা বোঝাই ট্রাকের ধাক্কায় জামাল হোসেন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়ার ঘুন্টিঘর এলাকার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ভূরুঙ্গামারী থেকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন জামাল হোসেন। ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে একটি কয়লা বোঝাই ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে প্রায় ২০০ গজ দূরে নিয়ে যায়। এ সময় অটোরিকশা চালক জামালের হাতসহ শরীরের একাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ভূরুঙ্গামারী থানার পরিদর্শক (তদন্ত) আজহার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –