• মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৬ ১৪৩১

  • || ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ সাত জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ সাত জুয়াড়ি গ্রেফতার                             
কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে এ তথ্য জানায় পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার ২ নম্বর হলোখানা ইউপির ভেরভেরি নয়ারহাট এলাকার মো. মোকলেছুর রহমান, মো. সায়েদ আলী, হরিকেশ মধ্যপাড়ার মো. বাদল, একই এলাকার মো. আবেদ আলী, হরিকেশ কানিপাড়ার মো. আজাদ আলী, কচাকাটা ইসলামপুরের মো. এরশাদ আলী ও শিবের হাট এলাকার মো. ফজলু।

জানা যায়, শনিবার রাতে ২ নম্বর হলোখানা ইউপির ভেরভেরি নয়ারহাট এলাকার পুরাতন ইউপির পরিত্যক্ত একটি রুমে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।  

অন্যদিকে, কচাকাটা থানা পুলিশের অভিযানে একই দিনে কচাকাটা থানার শিশু নিকেতন কেজি স্কুলের পেছন থেকে জুয়া খেলারত অবস্থায় এক সেট তাস ও  জুয়া খেলার নগদ অর্থসহ মো. এরশাদ আলী ও মো. ফজলুসহ দুই জুয়াড়িকে গ্রেফতার করে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, জেলায় অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –