• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৬ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

টানা এক সপ্তাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় প্রবল শীত অব্যহত রয়েছে। এছাড়াও গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যার পর ঘন কুয়াশা নামে। যা আরো কয়েকদিন থাকার সম্ভাবনা আছে।

বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। জেলায় কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় প্রবল শীত অব্যহত রয়েছে। এছাড়াও গত কয়েকদিন ধরে সকালে ও সন্ধ্যার পর ঘন কুয়াশা নামে। যা আরো কয়েকদিন থাকার সম্ভাবনা আছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ৬ দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গত  ২১ জানুয়ারি সকাল ৯টায় ৬.৫ ডিগ্রি, ২২ জানুয়ারি সকাল ৯টায় ৮.০ ডিগ্রি, ২৩ জানুয়ারি সকাল ৯টায় ৮.২ ডিগ্রি, ২৪ জানুয়ারি সকাল ৯টায় ৮.৮ ডিগ্রি, ২৫ জানুয়ারি সকাল ৯টায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে, ঘন কুয়াশায় শীতার্ত মানুষেরা কষ্টে দিন পার করছেন। বর্তমানে রোদেরও দেখা মিললেও নেই কোনো উত্তাপ। শ্রমিকরা শীতের তীব্রতায় কাজও করতে পারছেন না। ফলে কমেছে তাদের আয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –