• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৬ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

হিলি বন্দরে ২ দিন বন্ধ আমদানি-রফতানি

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে দুই দিন বন্ধ আমদানি-রফতানি। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। কারণ ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস। এ কারণে সরকারি ছুটি থাকায় ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে আমদানি-রফতানি কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ার এই দুই দিন বন্ধ থাকবে কার্যক্রম। আগামী শনিবার সকাল থেকে আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে স্বাভাবিক থাকবে পাসপোর্ট যাত্রী পারাপার।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –