• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘রেজাল্ট খারাপ হলে রাগ করো না মা’ বলে আড়ায় ঝুলল মেয়ে

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

রংপুরের কাউনিয়ায় সুরমা খাতুন নামে ১৮ বছর বয়সী এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা স্বজনদের। লাশের পাশে একটি চিরকুটও মিলেছে।

সোমবার দুপুরে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন চিলমারী টারি গ্ৰামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। সুরমা একই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ও মীরবাগ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

সুরমার চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার জন্য সবাই দোয়া করিও। ক্ষমা করিও সবাই।’

স্বজনরা জানান, রোববার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান সুরমা। সোমবার ভোরে পাশের ঘর থেকে মেয়েকে ডাকাডাকি করেন মা দোলেনা বেগম। কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙতেই দেখেন মেয়ের ঝুলন্ত লাশ। পরে মায়ের চিৎকারে পরিবারের লোকজন এসে সুরমার লাশ মাটিতে নামান।

সুরমার মা দোলেনা বেগম বলেন, পরীক্ষার ফলাফল খারাপ হবে ভয়ে রাতের কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে আত্মহত্যা করেছে আমার মেয়ে। রোববার রাতে মেয়ে আমাকে বলে- ‘মা রেজাল্ট ভালো না হলে আমার ওপর রাগ করো না’।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরহাদ মণ্ডল বলেন, ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –