• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে ট্রেন চলাচল স্বাভাবিক 

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

ঠাকুরগাঁওয়ে ট্রেন চলাচল স্বাভাবিক                                
ঠাকুরগাঁওয়ে ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় সাড়ে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের মাস্টার আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১টা ২০ মিনিটে ছেড়ে যায়। তার কিছুক্ষণ পর আমতলী রেলক্রসিংয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ট্রাকচালক গুরুতর আহত হন এবং ট্রাকটি ক্ষত-বিক্ষত অবস্থায় রেললাইনে আটকে যায়। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রেললাইন থেকে ট্রাকটি সরানো হলে পৌনে ৫টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ দুর্ঘটনার কারণে আজ উত্তরঙ্গের সঙ্গে ঢাকার ট্রেনের সময়সূচির কিছুটা তারতম্য ঘটবে বলেও জানান তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –