• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে শিক্ষককে পেটালেন বিএনপি নেতা   

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

কুড়িগ্রামে শিক্ষককে পেটালেন বিএনপি নেতা                           
কুড়িগ্রামে সন্তানের ভর্তি বাতিলের জেরে জেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাই সিদ্দিকীকে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপি নেতা মাসুদ রানার বিরুদ্ধে। রোববার দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রোববার ঐ শিক্ষককে মারধরের ঘটনায় জেলা বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানাকে প্রধান আসামি করে আরো তিনজনের নাম উল্লেখ করে মামলা করা হয়। অন্য আসামিরা হলেন- রুমন মিয়া, আমিনুর রহমান ও বিদ্যুৎ।

ভুক্তভোগী শিক্ষক মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, পিয়নের মুখে প্রধান শিক্ষকের কক্ষে হট্টগোলের খবর পেয়ে সেখানে যাই। কিছু অভিভাবক তাদের সন্তানের ভর্তি বাতিল বিষয়ে তর্ক-বিতর্কে লিপ্ত হয়। একপর্যায়ে কুড়িগ্রাম মোল্লাপাড়ার ব্যবসায়ী আব্দুল আজিজের ছেলে বিএনপি নেতা মো. মাসুদ রানা প্রথমে আমার ওপর চড়াও হয়। এরপর ধাক্কা দিয়ে এক কোণায় নিয়ে যায়। একপর্যায়ে সবাই মিলে কিলঘুসি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। বর্তমানে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। একইসঙ্গে নিরাপত্তাহীনতায় ভুগছি। 

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –