• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ   

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ                                    
কনকনে মাঘের শীতের সকালে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলোর মাঝে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র নিয়ে তরুণ শিক্ষার্থীরা। নিজেদের পকেট খরচ বাঁচিয়ে জমানো টাকা দিয়ে শীতার্ত মানুষের মুখে হাঁসি ফুটাতে তাদের এ উদ্যোগ। 

শিক্ষার্থীরা শীতের সকালে ঘুরে ঘুরে অস্বচ্ছল ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে দিচ্ছেন এই শীতবস্ত্র কম্বল। 

তবে ব্যতিক্রম হলো দান নয়, নিজেরা কিনে নিচ্ছেন এমন আত্মবিশ্বাস বাড়াতে এসব কম্বল মাত্র ২ টাকার বিনিময়ে দেয়া হয় ওই শীতার্ত মানুষদের। 

শুক্রবার সকাল থেকেই এমন ব্যাতিক্রমী উদ্যোগ বাস্তবায়নে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন শিক্ষার্থীরা। অস্বচ্ছল ও অসহায় মানুষের পাঁশে দাঁড়াতে শিক্ষার্থীরা গড়ে তুলেছেন “বাস্তবায়ন” নামে স্বেচ্ছাসেবী সংগঠন। নিজেদের পকেট খরচ বাঁচিয়ে জমানো টাকায় সমাজের এসব মানুষের কষ্ট লাঘবে কাজ করছেন তারা। 

শিক্ষা জীবনে ভালো কিছু শুরু করে মানুষের কষ্ট লাঘবের মধ্য দিয়ে আত্মতৃপ্তির কথা জানান ওইসব শিক্ষার্থীরা ।

এসময় উপস্থিত ছিলেন “বাস্তবায়ন” এর প্রতিষ্ঠাতা মাশুক রহমান প্রান্ত, সভাপতি মাহির ফয়সাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাশরাফি আলম ইস্তি, সদস্য সায়মা আফজাল সাফিয়া, শাহারিয়ার বিপ্লব, ইহতেশাম মুহিব রুপম, রিজ্জাতুল আত্বিন রুদ্র।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –