• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ                              
‘মাঘের জাড়ে মহিষের শিং নড়ে’ খনার এই বচন এ বছর মাঘ মাসের প্রচন্ড শীত দিনাজপুরের খেটে খাওয়া মানুষের জীবনে বাস্তব হয়ে ধরা দিয়েছে। হাড় কাঁপানো শীতে জবুথবু গ্রামের হত দরিদ্র নিম্ন আয়ের মানুষগুলো শীতবস্ত্রের অভাবে রাতে ঠিকমত ঘুমাতে পারছে না। 

অসহায় শীতার্ত মানুষের এই কষ্ট নিবারণে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের উদ্যোগে বুধবার দিনাজপুর সদর, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলার তিনটি ইউনিয়নের ৩০০টি পরিবারের মাঝে উন্নত মানের কম্বল তুলে দেওয়া হয়েছে। 

বুধবার সকাল ৯টায় দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকায় কোয়ান্টাম ফাউন্ডেশন কার্যালয়ে, সকাল ১০টায় আউলিয়াপুর ও কসবা এলাকায়, দুপুর ১২টায় সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়নে, বিকাল ৩টায় চিরিরবন্দরের তুলশীপুর গ্রামে এবং বিকাল ৪টায় পার্বতীপুরের কুতুবপুর গ্রামে গিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের কর্মীরা নিম্ন আয়ের অসহায় মানুষের হাতে পরিবার পিছু একটি করে কম্বল তুলে দেন।

কম্বল বিতরনের সময় কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের মোস্তাফিজুর রহমান রূপম, ডা.আশিকা আকবর তৃষা, ড. লক্ষীনাথ রায়, কামরুন নাহার জেসমিন, ইমতিয়াজ আলম, আসাদুজ্জামান সাগর, কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের অর্গানিয়ার মো. আনোয়ার হোসেন, শাহীনা আকতার শাপলা, আকেফা আকতার, মোসাম্মৎ মাসুদা পারভীন, মোসাম্মৎ রেবেকা সুলতানা, মো. সাইদুর রহমান, মো. মোস্তাকীম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রচন্ড শীতে কাহিল শীতার্ত অসহায় মানুষের দুর্দশা লাঘবে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের অর্গানিয়ার মো. আনোয়ার হোসেনসহ কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেল অনুরোধ জানিয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –