• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

পথ হারিয়ে পাবনার শিশু কুড়িগ্রামে, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

রোববার তখন সন্ধ্যা। ঐ সময় কুড়িগ্রাম রেলস্টেশনে বসে কান্না করছিলো ১১ বছর বয়সী শিশু আলামিন ওরফে শাওন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। পথ হারিয়ে পাবনার ঈশ্বরদী থেকে ট্রেনে কুড়িগ্রাম রেলস্টেশন এসেছিলো সে 

সোমবার রাতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। শাওন পাবনার ঈশ্বরদী কদমতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। বাবা রফিকুল ইসলাম গ্যাস কোম্পানির পিকআপচালক। 

পুলিশ জানায়, সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে ট্রেনে উঠে কুড়িগ্রাম রেলস্টেশনে আসে সে। পরবর্তীতে ঈশ্বরদী থানায় যোগাযোগ করে শাওনের বাবা-মাকে খবর দেন সদর থানা পুলিশ। খবর পেয়ে কুড়িগ্রাম থানায় শাওনের বাবা-মা ও ভাই। পরে শাওনকে তাদের হস্তান্তর করা হয়।

সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে শাওন নামে এক শিশুকে কুড়িগ্রাম রেলস্টেশন থেকে উদ্ধার করা হয়। সোমবার রাতে তার বাবা, মা ও ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –