• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

বেরোবি কর্মচারির উপর হামলার ঘটনায় মানববন্ধন

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক কর্মচারীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কর্মচারী ইউনিয়ন। সোমবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেটের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে হামলার তীব্রনিন্দা জানিয়ে বক্তারা বলেন, অতিদ্রুত হামলা কারীদের আইনের আওতায় না আনলে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়া হবে।

বেরোবি কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম বলেন,  মাসুদ রানা একজন কর্মনিষ্ঠ ব্যক্তি। তার উপর যে হামলা হয়েছে তার নিন্দা জানাচ্ছি এবং তার উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।  

হামলার শিকার কর্মচারি মাসুদ রানা জানান, ১০ জানুয়ারী আমি আমার কর্মস্থলে আসার সময় সালমারা মোড়ে পাঁচ হতে সাতজন আমার অতর্কিত হামলা চালায় তাদের মধ্যে সহিদুলকে চিনতে পারলেও অন্যদের চিনতে পারি নাই। তারা রড দিয়ে আমার পায়ে ও মাথায় আঘাত করলে আমি সেখানেই জ্ঞান হারাই। 

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা ইজার আলী বলেন, এ হামলায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –