• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘আমরা আইসিটি নির্ভরশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি’

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩  

বুয়েটের উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, জাতি হিসেবে আমরা আইসিটি নির্ভরশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের তরুণ প্রজন্মকে প্রয়োজনীয় আইসিটি কেন্দ্রিক বিষয়ে দক্ষ করে তোলার উপযুক্ত সময়। 

বৃহস্পতিবার বুয়েট ক্যাম্পাসে আয়োজিত হুয়াওয়ে-বুয়েট আইসিটি একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

এসময় ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ, যা তরুণ শিক্ষার্থীদের মধ্যে এ খাত সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে এবং আমাদের স্মার্ট বাংলাদেশের লক্ষ্য পূরণে সাহায্য করবে।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের বোর্ড মেম্বার জেসন লি বলেন, হুয়াওয়ে বুয়েট আইসিটি একাডেমি আমাদের স্কুল এন্টারপ্রাইজ কো-অপারেশন প্রোজেক্টের অংশ, যা বাংলাদেশের তরুণ প্রজন্মকে আইসিটি খাত সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে ও একটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, বুয়েটের সঙ্গে এ অংশীদারিত্ব বাংলাদেশের আইসিটি খাতে দক্ষ জনগোষ্ঠী তৈরি করার মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েট ইইই ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ খসরু, ইইই বিভাগীয় প্রধান ড. মো. আয়নাল হক, আইআইসিটি বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. রুবাইয়াত হোসাইন মণ্ডল প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –