• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

মুঠোফোনে কুপ্রস্তাব, স্বামীকে ছেড়ে দেবরের বাড়িতে অনশনে ভাবি

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩  

রংপুরের বদরগঞ্জে বিয়ের দাবিতে দেবরের বাড়ির সামনে অনশন করছেন এক নারী। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সাতদিন আগে তিনি এ বাড়িতে ওঠেন।

বৃহস্পতিবার বদরগঞ্জ পৌর শহরের মণ্ডলপাড়া গ্রামের নিতুন মিয়ার বাড়িতে দেখা মিলেছে এ দৃশ্য। নিতুন মিয়া একই গ্রামের আব্দুল করিমের ছেলে।

জানা গেছে, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে নিতুনের ভাই মোস্তাফিজারের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। ৯ বছর আগে তাদের ঘরে একটি ছেলে জন্ম নেয়। দাম্পত্য জীবন ভালোই চলছিল। এর মধ্যেই গৃহবধূকে কুপ্রস্তাব দেন মোস্তাফিজারের ছোট ভাই নিতুন। ভাবির মুঠোফোনে আপত্তিকর খুদে বার্তাও পাঠাতেন তিনি। বিষয়টি জানার পর স্বামীর সঙ্গে স্ত্রীর মনোমালিন্য শুরু হয়। একপর্যায়ে স্ত্রীকে তালাক দেন স্বামী।

স্থানীয়রা জানায়, বিয়ের দাবিতে সাতদিন আগে নিতুনের বাড়িতে ওঠেন ওই নারী। তার বাড়ির প্রধান ফটকের সামনে তীব্র ঠান্ডায় বিছানা পেতে সন্তানকে নিয়ে থাকছেন তিনি।

ভুক্তভোগী বলেন, নিতুনের কারণে আমার সংসার ভেঙেছে। এখন নিতুনকেই বিয়ে করতে চাই। যতক্ষণ আমাকে বিয়ে করবে না ততক্ষণ আমি এখান থেকে উঠব না। এরই মধ্যে আমার সাবেক স্বামীর বিরুদ্ধে মামলাও করেছি।

অভিযুক্ত নিতুন বলেন, প্রায় দুই বছর আগে ভাই-ভাবির বিবাহবিচ্ছেদ হয়। আমার ভাবির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তিনি আমার চেয়ে ১০ বছরের বড়। বিচ্ছেদের দুই বছর পর হয়তো কারো ইন্ধনে আমার বাড়িতে এসেছেন তিনি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সাবেক স্বামী মোস্তাফিজারের নামে মামলা করেছেন ওই নারী। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –