• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩  

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ বুল্লি নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের ৮০ শতাংশ পোড়া ছিল।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে শরীরের ৮০ভাগ পোড়া নিয়ে হাসপাতালে ভর্তি হন দিনাজপুরের ফুলবাড়ীর বুল্লি বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারী। ভর্তির কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়াও বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে আরো ১৫ জন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরো জানান, আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন প্রায় ৩০ জন রোগী। এরমধ্যে মারা যান বুল্লি বেগমসহ তিনজন নারী। তবে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় সচেতন হলে রোধ করা যাবে এ দুর্ঘটনা। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –