• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

৮ ডিগ্রিতে নামলো তাপমাত্রা, তেঁতুলিয়ায় বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩  

শীত জেঁকেই বসছে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বোত্তরের জনপদের জেলাগুলোতে। একইসঙ্গে গভীর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির ফোটার মতো ঝড়ছে কুয়াশা।

এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুধবার সকাল ৯টার দিকে তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে,ভোরে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে খেটে খাওয়া মানুষ। দিনেও হেটলাইট জ্বালিয়ে চলাচল যানবাহন। এছাড়া রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে  শীত নিবারণের চেষ্টা করেছেন তারা। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, গত কয়েক দিন থেকে তেঁতুলিয়ায় ওঠানামা করছে তাপমাত্রা। বুধবার সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –