• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

মাটির নিচে চাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধার

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩  

সেপটিক ট্যাংকের মাটি ধসে ১০ ফুট নিচে চাপা পড়া বাবুল মিয়া (৫০) নামে এক শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এমন ঘটনা ঘটে। পরে  তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাবলু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বেয়ালিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আরিফ মিয়া জানান, সকাল থেকে হাসপাতাল মোড় এলাকায় মাটির নিচ থেকে ইট বের করার কাজ করছিলেন বাবলু। এ সময় দুপুর ১২টার দিকে হঠাৎ করে পাশের নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের মাটি ধসে পড়ে।

এতে অন্তত ১০ ফুট মাটির গর্তের নিচে আটকা পড়েন বাবলু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি টিম তাকে উদ্ধারে চেষ্টা চালায়। পরে গর্তের মাটি সরিয়ে আধাঘণ্টার চেষ্টায় বাবলুকে জীবিত উদ্ধার করে।

তিনি আরো জানান, বাবলুর শরীর মাটিতে চাপা পড়ে থাকলেও গলা ও মুখ বাইরে ছিল। এ কারণে অক্সিজেন সরবরাহ থাকায় তিনি বেঁচে গেছেন। তবে মাটিচাপাসহ আতঙ্কে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেজন্য উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –