• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

শপথ নিলেন নবনির্বাচিত এমপি মাহমুদ হাসান

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩  

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পাঠ করান।

সংসদ ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি এবং সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি ও ইঞ্জিনিয়ার এনামুল হক।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন মাহমুদ হাসান রিপন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়। গত ৪ জানুয়ারি ঐ আসনে উপ-নির্বাচনে বিজয়ী হন নৌকা মার্কার প্রার্থী মাহমুদ হোসেন রিপন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –