• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুরে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত   

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত                                        
হিমেল হাওয়ায় মৃদু শ্বৈত্যপ্রবাহে দিনাজপুরে তীব্র শীত জেঁকে বসেছে। কয়েকদিনের হিমেল হাওয়ায় এ অঞ্চলের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। উত্তরের কনকনে শীতল বাতাসে কাহিল হয়ে পড়ছে ছিন্নমুলের খেটে খাওয়া মানুষ।

 শীতে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সেই সঙ্গে শীতজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তীব্র শীতে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতালে বেড়েছে এসব রোগী। রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কোন কোন হাসপাতালে। ঠান্ডা থেকে বাচঁতে ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানগুলোতে। অপরদিকে বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তিত কৃষক। কেউ কেউ পলিথিন দিয়ে ঢেকে বীজতলা বাঁচানোর চেষ্টায় মরিয়া। 

এদিকে, বিকাল থেকে হিমেল হাওয়ার সাথে বাড়তে থাকে কনকনে ঠান্ডা।সন্ধার পর থেকে কুয়াশায় ঢেকে যায় সর্বত্র। গতকাল শনিবারও সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। 

দিনমজুর রহমত আলী বলেন, আমি মাঠে শ্রমিকের কাজ করি। গত কয়েকদিন ধরে কুয়াশা ও বাতাস বেড়ে যাওয়ায় তীব্র শীত পড়ছে। এর মধ্যে মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডা লেগে আমাশা দেখা দিয়েছে। কাজ করতে পারছি না। 

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ রেকর্ড করা হয়েছে। দুপুর পর্যন্ত সূর্য মেঘে ঢাকা ছিল। এ অবস্থা অব্যাহত থাকবে বলে জানান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –