• বুধবার ০২ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৩  

কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ                         
কুড়িগ্রামে গত দুই সপ্তাহ যাবত জেঁকে বসেছে শীত। দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। শনিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার পাশাপাশি তীব্র হিমেল হাওযার কারণে সকালে প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না। অনেক কর্মজীবী মানুষ ঠান্ডাকে উপেক্ষা করে কাজে বের হলেও তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন।

এদিকে শীতজনিত কারণে শিশু ও বয়ষ্করা শ্বাসকষ্ট, নিউমেনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছে প্রায় ৩০ থেকে ৪০ শীতজনিত রোগী। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে, শীতকে কেন্দ্র করে কিছু শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এসেছে ক্লাব-৮৪ নামের একটি সংগঠন। শনিবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভা চত্বরে এসব কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, ক্লাব-৮৪ এর সভাপতি আলম হায়দার, সাধারণ সম্পাদক সামিউল হুদা লাভলু, পৌর কাউন্সিলর রোস্তম আলী তোতা, হারুনুজ্জামান হারুন, ক্লাব-৮৪ এর সদস্য নাজমা বেগম সরকার দিনা প্রমূখ। এসময় পৌর এলাকার ৩শ ৫০ জন অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ইতোমধ্যে জেলায় ৬৩ হজার শীতার্ত মানুষের মাঝে সরকারিভাবে কম্বল বিতরণ করা হয়েছে। আরো চাহিদা দেয়া আছে শিগগির তা পেলে বন্টন করা হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –