• বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাবান্ধা বন্দর দিয়ে সুতা আমদানির প্রস্তাব নেপালের রাষ্ট্রদূতের

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩  

বাংলাবান্ধা বন্দর দিয়ে সুতা আমদানির প্রস্তাব নেপালের রাষ্ট্রদূতের            
বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনকালে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেছেন, বাংলাদেশে আরএমজি সেক্টর খুব শক্তিশালী এবং এখানে প্রচুর সুতা আমদানি হয়ে থাকে। বাংলাদেশি ব্যবসায়ীদেরকে এই স্থলবন্দর দিয়ে নেপাল থেকে সুতা আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে। এ স্থলবন্দর হতে নেপালের দূরত্ব নিকটবর্তী হওয়ায় সময় ও খরচ দুটোই সাশ্রয়ী হবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বাংলাবান্ধা পরিদর্শন করে স্থলবন্দরের স্টক হোল্ডারগণের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

এ সময় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বাংলাদেশ-নেপালের সঙ্গে বৈদেশিক সম্পর্কে পাথর আমদানিসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন। বাংলাবান্ধা স্থলবন্দরে বাণিজ্যিক সুবিধা সহজতর করতে সরাসরি নেপালের কাকড়ভিটায় ট্রান্সশিপমেন্ট চালু এবং বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল থেকে পাথর আমদানি চালুর আবেদন করা হয়।

পাথর রপ্তানির বিষয়ে রাষ্ট্রদূত বলেন, পাথর রপ্তানির বিষয়ে পরিবেশ রক্ষার্থে নেপালের সুপ্রীম কোর্টের নিষেধাজ্ঞা থাকায় সম্ভব হচ্ছে না। তবে ভবিষ্যতে আইন শিথিল হলে তা করা যেতে পারে।

এ সময় বাংলাবান্ধা বন্দর কর্তৃপক্ষের আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেপালের রাষ্ট্রদূতের সফর সঙ্গী দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন দাস, পঞ্চগড় জেলা অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান, বাংলাবান্ধা ইমিগ্রেশন (ওসি) নজরুল ইসলামসহ বাংলাবান্ধা কাস্টমসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –