• বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে শীতে জনজীবন বিপর্যস্ত     

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৩  

কুড়িগ্রামে শীতে জনজীবন বিপর্যস্ত                                
কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হলেও তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। কিন্তু জনদুর্ভোগ এখনও চরমে রয়েছে। 

প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। সাথে যুক্ত হয়েছে উত্তরীয় হিমেল হাওয়া। ফলে এ ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন। গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন নিন্ম আয়ের মানুষ। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। 

বুধবার সকাল ৯টায় জেলার রাজারাহাট আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –