• বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত   

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৩  

লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত                            
'উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় - দেশ গড়ব সমাজসেবায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তন থেকে একটি র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।এতে বিভিন্ন সরকারী ও বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।

র‍্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। 

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান,অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, কবি ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,  সমাজসেবার আওতায় এখন অনেক বিধবা ও বয়স্ক মানুষের সংসার চলছে। সমাজসেবায় যে কাজগুলো সরকার হাতে নিয়েছে সেগুলো সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –